আমরা যখন বলি ‘আল্লাহু আকবার’, তখন আমরা স্বীকৃতি দিই যে— আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা হলেন সর্বশ্রেষ্ঠ। কিন্তু, মুখে উচ্চারণের সময় কখনো কি কল্পনা করার চেষ্টা করেছি আল্লাহর এই গুণের বিশালত্বের দৃশ্য?
শ্রেষ্ঠত্বের যতো মাপকাঠি আপনি জানেন আর যা আপনি জানেন না, বিশালত্বের যতো বিস্তৃতি আপনি দেখেন আর যা আপনি দেখেন না— আপনার সেই জানা আর অজানা জ্ঞানের চাইতে তিনি বড়।
মহাবিশ্বের যে রহস্য আপনাকে বিস্ময়ে বিমূঢ় করে ফেলে, মানবদেহের যে কলা-কৌশল দেখে আপনি হতবাক হয়ে পড়েন, সৃষ্টিজগতের যে অপার নিপুণতা দেখে আপনি অভিভূত হয়ে যান— আপনার রব সেই সমস্তকিছুর চাইতেও বড় এবং সেসবের ওপরে একমাত্র ক্ষমতাবান।
শুধু তাই নয়, যে দুঃশ্চিন্তা নিয়ে আপনি ঘুমোতে পারেন না, যে শত্রুর ভয় আপনাকে সর্বদা তটস্থ করে রাখে, ভবিষ্যতের যে অনিশ্চয়তা আপনাকে ব্যাকুল করে রাখছে সারাক্ষণ— আপনার রব সেসবের চাইতেও বড় এবং সেসবের ওপরেও ক্ষমতাশালী।
পরেরবার থেকে যখনই ‘আল্লাহু আকবার’ বলবেন, চিন্তার জগতে এঁকে নিবেন আপনার রবের ক্ষমতার বিশালত্বের দৃশ্যপট৷ বিস্মিত হবেন তাঁর ক্ষমতায় এবং নিশ্চিত হবেন যাবতীয় দুঃখ আর দুশ্চিন্তার ঘনঘটা থেকে...
একটি মন্তব্য পোস্ট করুন