সকল পেইড ওয়েবসাইট থেকে ওয়াটারমার্ক ছাড়া ছবি ডাউনলোড করুন ফ্রিতে ! Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন

                                        ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’

বিভিন্ন সময় আমাদের ভিডিওর জন্য অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট এর জন্য কিংবা অন্য জায়গাতে ছবি প্রয়োজন হয় কিন্তু গুগল এ খুঁজে সেটা পাওয়া গেলেও দেখা যাই পেইড যা বড় করে ওই ওয়েবসাইট এর নাম বা Watermark দেয়া থাকে ফলে ওই ছবি আমরা নিতে পারিনা। এই সমস্যা থেকে সহজে পরিত্রান পেতে আমরা একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে পারি সেটি দেখানো হয়েছে আমাদের আজকের এই  ব্লগ পোস্ট। 

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোনরকম সিল ছাড়াই মানে ওয়াটারমার্ক ছাড়াই সাটারস্টক থেকে ছবি ডাউনলোড করবেন । 

প্রথমেই চলে যান downloader.la এই সাইটে তারপর নিচের দিকে স্ক্রল করুন 

 ঐখান থেকে Shutterstock এর নিচে Download Now অপশনে ক্লিক করুন
Shutterstock  থেকে একটি ছবির লিংক কপি করে নিন 

তারপর লিংকটি পেস্ট করে সার্চ ফটো তে ক্লিক করুন 
এরপর ডাউনলোড জেনারেট ফটো তে ক্লিক করুন

তারপর Download অপশনে ক্লিক করলে আরেকটা Download Now অপশন আসবে । ঐটায় ক্লিক করলে আপনাকে Download পেজে নিয়ে যাবে ঐখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন ।



কাজ শেষ এখন আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এখানে অনেক ওয়েবসাইট আছে যেগুলো ছবির জন্য জনপ্রিয় আপনি আপনার পছন্দ মতো দেখতে পারবেন।তো আশা করি এখন আপনারা খুব সহজে Shutterstock থেকে ফটো ডাউনলোড করে নিতে পারবেন । ধন্যবাদ আল্লাহ হাফেজ 

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন